AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light
  • 2793 Pine St

    অনলাইনে আয় করুন

    আমরা নিয়মিত যারা পত্র পত্রিকা পড়ে থাকি বা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি যে অনলাইনে কাজ করে বর্তমানে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। যেমন নিজের ওয়েব সাইটে গুগলের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়, ফ্রিল্যান্সিং, ইকমার্স, আর্টিকেল রাইটিং ইত্যাদির মাধ্যমে আয়। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইলে আয়...

  • 1100 Broderick St

    প্রটেক্ট করুন আপনার কম্পিউটার এর USB ডিভাইস গুলো

    Disk Security 100% সুরক্ষা প্রদান করবে আপনার USB ড্রাইভ। অনেক সময় আমাদের ব্যবহৃত পেনড্রাইভগুলোতে ভাইরাস থাকে.......... সেগুলোর জন্য আমরা এন্টিভাইরাস ব্যবহার করি, কিন্তু এন্টিভাইরাস সবসময় আপডেট দিতে হয়......

  • 868 Turk St

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)

    এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাজেশন হল অনেকের মধ্যে একটি পদ্ধতি যা কোন সাইট এর সার্চ ইঞ্জিন এর অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি প্রচারনা মাধ্যম।প্রতিটি সার্চ ইঞ্জিন এর একটি নির্দিষ্ট অপটিমাজেশন প্রণালী আছে। প্রতিটি সার্চ ইজিন এর জন্য এই নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তবে সকলে কিছু জিনিস ব্যবহার করে যা সকল সার্চ ইঞ্জিনে বিদ্যমান।প্রতিটি সার্চ ইঞ্জিন এর জন্য প্রচারণা ব্যবস্থা প্রায় এক হলেও কিছুটা পার্থক্য আছে। আমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেই সমান দিক গুলোকে ব্যবহার করা।

  • 420 Fell St

    ত্বকের যত্ন

    সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত বেস্ত থাকি। এর মধ্য নিজের ত্বকের দিকে খেয়াল নেওয়ার সময় ই হয়ে ওঠে না। সত বেস্ততার মধ্যেও হলেও আমাদের একটু ত্বকের যত্ন নিতে হবে। আশুন জেনে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে হবে। ঘুম থেকে উঠে শসার রস, বা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুধু রোদের সময় নয় বৃষ্টির দিনেও সানব্লাক ক্রিম ব্যবহার করুন। সানব্লাক ক্রিম রোদ থেকে ৩ ঘণ্টা রক্ষা করে।...

Latest Updates

Feature Top (Full Width)

Tuesday, April 14, 2015

প্রান গ্রুপ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি 
প্রাণ গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ প্রক্রিয়া প্রতিষ্ঠান যা বিশ্বের ১১৭ টির  বেশি দেশে তার পণ্য গ্রুপে নিম্নোক্ত পদে সৎ, যোগ্য , মেধাবী ও পরিশ্রমী চাকুরি প্রার্থীদের  ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে।

Wednesday, September 3, 2014

আপনার মূল্যবান ত্বকের যত্ন নিন আর ত্বক কে করে তুলুন অসম্ভব সুন্দর


সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত বেস্ত থাকি। এর মধ্য নিজের ত্বকের দিকে খেয়াল নেওয়ার সময় ই হয়ে ওঠে না। সত বেস্ততার মধ্যেও হলেও আমাদের একটু ত্বকের যত্ন নিতে হবে।
আশুন জেনে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে হবে।
  • ঘুম থেকে উঠে শসার রস, বা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
  • শুধু রোদের সময় নয় বৃষ্টির দিনেও সানব্লাক ক্রিম ব্যবহার করুন।
  • সানব্লাক ক্রিম রোদ থেকে ৩ ঘণ্টা রক্ষা করে।
  • দিনের মধ্যে বেশ কয়েকবার পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।
  • ফুল হাতা পোশাক পরুন।
  • মধু, ডিমের সাদা অংশ, লেবুর রস, মেখে মুখে দিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
 এছারা আমাদের প্রচুর পরিমানে পানি খেতে হবে। 
আজ তাহলে এই পর্যন্তই , , , 

** আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আপনার একটি মূল্যবান লাইক করুন সাথে থাকুন আমাদের **


                      *****সবাইকে আলোর সন্ধানের পক্ষ  থেকে ধন্যবাদ******


Tuesday, August 5, 2014

ব্লগিং করে আয়ের উপায় সম্পর্কে জানুন এখানে

আসসালামু আলাইকুম। পরম করুণাময় এবং অতিশয় দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি। অনলাইনে আয়ের রয়েছে হাজার উপায়। কিন্তু তার মধ্যে একটি হল ব্লগিং করে আয়। ব্লগিং বলতে আমরা বুঝি কোন ওয়েবসাইট বা ব্লগ তৈরি যা থেকে আয় করা যায়। আসলে ব্লগ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করা সম্ভব। এর মধে র‍্যেছে গুগল এডসেন্স। গুগল কে তা তো আর বলার অপেক্ষা রাখে না, আর এই গুগল এর একটি প্রোডাক্ট হচ্ছে গুগল এডসেন্স। তাছাড়াও ব্লগ বা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন। নিচে আপনি নতুন অবস্থায় যে যে উপায়ে আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করতে পারেন তার বিবরণ দেয়া হল-



১. গুগল এডসেন্স থেকেঃ গুগল এডসেন্স দিয়ে আয় করতে হলে আপনাদের অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইট বা ব্লগ বানাতে হবে। তারপর এতে ভিজিটর  আনতে হবে। ভিজিটর আসা শুরু করলে আপনার সাইটে আপনি গুগল এর কাছে বিজ্ঞাপনের জন্য আবেদন করতে হবে। সাইট্টি যদি ভাল মানের হয় তাহলে গুগল আপনার সাইটে তাদের বিজ্ঞাপন দেয়ার অনুমতি দিবে। অনুমতি পেলেই আপনি আপনার সাইটে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপন পেয়ে যাবেন যা আপনাকে আপানার সাইটে বসিয়ে দিতে হবে। পরে আপনার কোন ভিজিটর ঐ বিজ্ঞাপনে ক্লিক করলে গুগল আপনাকে টাকা দিবে। এই হল এডসেন্স এর পুরো সিস্টেম।

২. পণ্য বিক্রির মাধ্যমেঃ আপনি আপনার ব্লগের মাধ্যমে আপনার বা আপনার কোম্পানির পণ্য বিক্রি করতে পারেন। এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার আয় হবে আপনার সেলের উপর নির্ভরশীল। আপনার যত বেশি সেল হবে আপনি তত আয় করতে পারবেন। তবে ব্লগের একটি বিশেষ সুবিধা হল কোন পন্য সম্পর্কে আপনার বিভিন্ন জনের কাছে একই কথা বার বার বলতে হবে না। একবার সাইটে লিখে দিলেই যথেষ্ট। এইভাবে পণ্য বিক্রি করেও আপনি আয় করতে পারেন।

৩. এফিলিয়েট মার্কেটিংঃ এটিও অনেকেটা পণ্য বিক্রির প্রসেস। এক্ষেত্রে আপনি অনলাইন থেকেই বিভিন্ন পণ্য পাবেন এবং সেই পন্যের বিজ্ঞাপন আপনার সাইটে দিতে হবে। কেউ যদি অনালাইনে অর্ডার করে সেই পণ্য কিনে তাহলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন। কিছু কিছু কোম্পানি আছে যারা ৫০% কমিশন ও দিয়ে থাকে। কাজেই আপনি এই এফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারেন।



উপরে ব্লগিং করে বা ওয়েবসাইট দিয়ে আপনি কিভাবে আয় করতে পারেন তার কিছু ছোটখাট বর্ণনা দেয়া হয়েছে। তবে ওয়েবসাইট থেকে সবচেয়ে ভাল পরিমাণ আয় করা সম্ভব গুগল এডসেন্স দিয়ে। তার জন্য চাই ভাল মানের ওয়েবসাইট। আপনি চাইলে ফ্রী ব্লগ দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তবে বাংলাদেশ থেকে ফ্রী ব্লগে গুগল এডসেন্সের অনুমতি দেয় না। কাজেই আমার মতে ওয়েবসাইট তৈরি করাই ভাল। কারন জানেন ই তো, ফ্রী জিনিস আর কতই বা ভাল হবে? তবে গুগল এর ফ্রী ব্লগ কিন্তু অনেক ভাল বাট গুগল বাংলাদেশে ফ্রী ব্লগে অনুমতি প্রায় দেয় না বললেই চলে। কাজেই ওয়েবসাইট তৈরি করে এডসেন্স এর জন্য আবেদন করাই উত্তম।

Wednesday, July 16, 2014

Card Game আমাদের অনেকের খেলতে ভাল লাগে। তাই ডাউনলোড করেনিন কিছু কার্ড গেম For Andrioud


দীর্ঘ দিন ২৯ কার্ড গেম খোজার পরে অবশেষে সম্পূর্ণ গেমটি Android Version এর জন্য আজকে পেলাম। আমাদের কষ্টে বাথিত হয়ে "আমার বন্ধু পিয়াস" দীর্ঘ ২ মাস সাধনা করে অবশেষে সম্পূর্ণ গেমটি পাবলিশ করল। এখন এটি চলে না শুধু বরং দৌড়ায় :D

আমার মত যারা ২৯ প্রেমী আছেন তারা নিচের লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন। কথা দিচ্ছি হতাশ হবেন না।
https://play.google.com/store/apps/details?id=com.BS_Pias.twentynine
আর কোন সাজেশন বা শুভকামনা জানাতে







এবার নিজেই তৈরি করুন WiFi Zone আর ব্যবহার করুন ২০ টি কানেকশন আপনার PC বা Leptop থেকে !!

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আজ আপনাদের জন্য ভিন্ন এক টিউন নিয়ে এসেছি।
তাহলে শুরু করা জাকঃ

বর্তমানে স্মার্ট ফোনের যুগে সব সময় আমরা হারিয়ে যাই ইন্টারনেট এর ভার্চুয়াল জগতে । কিন্তু মোবাইল নয় জেন একটা হাতি। 
মেগাবাইট কিন্তেই শেষ কিন্তেই শেষ । তাই আপনার এলাকায় যদি কোন বড় ভাই BTCL এর ইন্টারনেট কানেকশন চালায় তাহলে তার ইন্টারনেট আপনারা ব্যবহার করুন WIFI এর মাধ্যমে।
১২ mb সফটওয়্যারের সাহায্য তৈরি করুন Wifi Hospot আর ব্যবহার করুন ২০ টি কানেকশন।
  1. প্রথমে এখানে ক্লিক করুন 
  2. Download করে নিন ১২ মেগাবাইট এর এই সফটওয়্যার 
  3. Set up করুন আপনার ল্যাপটপ এ 
  4. অবশ্যই আপনার ল্যাপটপ এ Wifi LAN Set Up দেয়া থাকতে হবে।


আপনার জোনের নাম লিখুন আর পাসওয়ার্ড দিন । তার পর স্টার্ট এ ক্লিক করুন। এই তো শেষ হয়ে গেল আপনার Wifi Hospot তৈরির কাজ। 

আজ তাহলে এ পর্যন্তই । কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন।






Sunday, July 13, 2014

কত দিন আর ফ্রী লাইক করবেন আসুন এবার ইনকাম করি ফেসবুক লাইক এর মাধ্যমে। আমার Payment Proof সহ ।

আমরা অনেক সময় বসে বসে বন্ধুদের স্ট্যাটাস ফালতু কিছু পেজ এবং বিভিন্ন ছবিতে লাইক ও কমেন্ট করি । কিন্তু এতে আমাদের শুধু সময় ই নয় বরং তাকার ও অপচয় হয়। 
তাই আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়।
তাহলে শুরু করা যাক.........

প্রথমে নীচের লিঙ্ক এ যানঃ
Like Planet (এখানে ক্লিক করুন)

 
২. Register এ ক্লিক করুন।


৩. আপনার সঠিক তথ্য দিয়ে পুরন করুন >>> উপরের চবি লক্ষ্য করুন। 

৪. আপনার আইডিতে Log In করুন ।


৫. Earn Point থেকে টাকা উপার্জন শুরু করুন। 


এই ভাবে আপনি দিনে 5 $ অর্থাৎ দিন ৪০০ টাকা উপার্জন করতে পারবেন এই সাইট থেকে। 

আমার Payment Proof নিচে 



আজ তাহলে এ পর্যন্তই । কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন।



ঝামেলার দিন এবার বুঝি শেষ!!! জাস্ট একটা ক্লিক আর একসেপ্ট করুন আপনার সকল ফ্রেন্ড রিকুয়েস্ট!!

হ্যালো Every One কেমন আছেন সবাই। 

এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একসাথে আপনার ফেসবুক সকল ফ্রেন্ডদের রিকুয়েস্ট একসেপ্ট করবেন এক ক্লিকে ☺☺

১। প্রথমে আপনার ফেসবুক এক্যাউন্টে লগিন করুন।
২।এখন  ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পেজে যানঃ https://www.facebook.com/friends/requests/
৩।এখন See More এ ক্লিক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট ওপেন করুন এবং লিস্টের শেষ পর্যন্ত যান।


var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _4jy1 selected'); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); }


৪।আপনার ব্রাউজার অনুযায়ী সিলেক্ট করুনঃ-
গুগল ক্রোম ব্যবহার করলে:

৫. Press (CTRL+Shift+J)
৬. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">"), কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর কলোজ করে দিন।
ফায়ারফক্স হলে:

৫. Press (CTRL+Shift+K)
৬. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">>"), কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর কলোজ করে দিন।
সাফারি হলে:

5.  Preferences থেকে - Advanced - check "Show Develop menu in menu bar" and close the preferences window.
6. Go to Develop - Show Error Console (or Command O +ption + C)
5. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">").
Internet Explorer হলে:

5. Press F12 on your keyboard
6. Click the "Console" tab
7. Paste the code into the box at the bottom and press enter.
8. For large friends list, this may utilize all your resources and will cause the page to freeze and be unresponsive. Just wait a few minutes until all the names get selected.



** আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আপনার একটি মূল্যবান লাইক করুন সাথে থাকুন আমাদের **





          *****সবাইকে আলোর সন্ধানের পক্ষ  থেকে ধন্যবাদ******  

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism