AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Monday, June 23, 2014

Google Adsence পাচ্ছেন না? YllixMedia তে চেষ্টা করুন।(Update)

Share it Please
আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক আসল কথায় আসি ,
আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ আছে ,আমরা অবশ্যই গুগল অ্যাডসেন্স পেতে ইচ্ছুক কিন্তু পযাপ্ত ভিসিটর না থাকার ফলে আমরা অ্যাডসেন্স পাইনা।আর এ জন্যই
আমি আজ আপনাদের সাথে একটা সাইট শেয়ার করব যেটা নাকি গুগল অ্যাডসেন্স আর বিকল্প ।

http://yllix.com/publishers
এবার Register As A Publisher এ ক্লিক করুন। তারপর আপনার প্রথম নাম ও শেষ নাম লিখুন,এবং আপনার ইমেইল আদ্দ্রেসস দেন।
তারপর Create Account সিলেক্ট করুন। তারপর ঠিক এ রকম একটা মেসেজ আসবে
Welcome Mr. আপনার নাম
Your account has been successfully created.
Please check your mailbox in order to activate your account.
এবার আপনার ইমেইল এ লগিন করুন , দেখবেন যে একটা নতুন মেইল এসেছে ।এটা ওপেন করুন । এখানে আপনার অ্যাকাউন্ট , আইডি, পাসস্বরদ দেওয়া আছে এবং একটা লিঙ্ক ও দেওয়া আছে এটা তে ক্লিক করুন । করার পর আপনার অ্যাকাউন্ট আইডি চাইবে ওইটা বসিয়ে দিন। এবার ঠিক মার্ক করে Complete Registration এ ক্লিক করুন। এরপ্র আপনার Real Address বসিয়ে দিন। Continue তে ক্লিক করুন , আপনার মোবাইল নাম্বার দিন আবার Continue করুন । তারপর আপনার Payment method সিলেক্ট করুন ।আপনার ইমেইল ও Minimum Payout সিলেক্ট করুন । এবার Close সিলেক্ট করুন। তারপর SMS Verification সিলেক্ট করুন । Sand Verification Sms এ ক্লিক করার পর একটা এসএমএস পাবেন ওই নাম্বার টা বসিয়ে দিন। তারপর আপনার ওয়েবসাইট অ্যাড করে কোড গুলো বসিয়ে দিন।
এবার সাইটির ধরণ দেখে নেই।
***Yllix CPM, CPC, CPA এবং পপআপ বিজ্ঞাপন সমর্থন করে ।
***Yllix 300×250, 728×90, 468×60, 120×600, 160×600, PrePop, পপআপ এবং PopUnder বিজ্ঞাপন ফর্ম্যাট সমর্থন করে।
***মিনিমাম Payout 1$। আমার ক্যাশ আউট এর প্রুফ
***Google Adsence এর অন্যতম একটি বিকল্প উপায় Yllix। আপনারা যারা অনেক চেষ্টা করার পরেও আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য Google Adsence থেকে এড পাচ্ছেন না তারা Yllix চেষ্টা করে দেখতে পারেন। Yllix এর Popup, Layer এবং Full page এড এর জন্য এডে ক্লিক অনেক বেশি পরে। আর আপনি রেফেরাল লিঙ্ক এর মাধ্যমেও কিছু আয় করতে পারবেন। আর এর সবচেয়ে বড় সুবিধা হল মাত্র $1 হলেই আপনি Payza, PayPal, Liberty Reserve অথবা Bank wire এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
Payment Proff
Note:যাদের ওয়েবসাইট এ রেয়াল ভিসিটর কম তারা তেমন বেশি আয় করতে পারবেন না।

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******


Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism