AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Thursday, June 26, 2014

Payoneer এর মাস্টারকার্ড সাথে ২৫ ডলার একদম ফ্রি ।

Share it Please
আজকের টিউন কিভাবে $25 সহ একটি payoneer Master card, ফ্রিতে পাবেন।এমন কি আমি নিজেও পেয়েছি।চলুন শুরু করা যাক কিভাবে sign up করবেন?
নিচের ছবি সহ লিংক গুলো অনুসরন করুন । যা যা লাগবেঃ
  • একটি ই-মেইল ,তবে gmail হলে ভালো হয়।
  • National ID card বা Driving licence ।
প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ
PAYONEER SIGNUP LINK( http://offlink.us/10x)
(এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমি নিজেও পাব ২৫ ডলার)
NB: আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন। তাই কেউ শুধু ২৫  ডলার বোনাস এর আশায় হুদাই Payoneer Account খুলবেন না। আমি রেফারেল লিঙ্ক দেওার কারন হল । Payoneer এর Activation চার্জ হল ৩০ ডলার এর মত। তাই আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার করেন তাহলে এই ২৫ ডলার দিয়ে অন্তত Payoneer এর Activation চার্জ টা দিতে পারবেন। )
Screenshot_1

তারপর এখানে Sign up> তে ক্লিক করুন এর পর নিচের মত একটি পেজ পাবেন

Screenshot_2


এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification
এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ
First Name On Your ID:   Samiul
Last Name on Your ID:     Azad
Date of Birth:                      January/18/1985
Email Address:                   example@gmail.com (আপনার Email Address)
Retype Email Address:     example@gmail.com (পুনরায় আপনার Email Address)
Country:                              Bangladesh
Home Address:                  Extension-2030,Abdur Rob  Hall (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন
University of Chittagong (আপনার বাসার  ঠিকানা) -২য় লাইন
City:                                       Chittagong
Zip/Postal Code:                 1532 (পোস্টাল  কোড)
Phone Number:                 +8801600000000 ( আপনার ফোন নাম্বার) – এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন ।
Mobile Number:                +8801900000000 ( আপনার মোবাইল  নাম্বার)
Screenshot_1


এখন Card Account Information এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
Screenshot_2

এখন Registration Verification এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence
উপরের ৩ টির মদ্ধে যেকোনো  একটি সিলেক্ট করে ID Number দিনঃ
Screenshot_1


এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন হল।
ইমেইল চেক করুন যদি ফটো আইডি স্ক্যানিং করে পাঠাতে বলে তবে পাঠিয়ে দিন আর যদি Declined দেখায় তবে নিচে সমাধান দেখুন ।
Payoneer Application Declined সমস্যার সমাধান নিন ।
>>> বর্তমানে application করার সাথে সাথেই decline করে দেয়। ছবিটা এরকম
Screenshot_1

এখন এপ্লিকেশন ডিক্লাইন হবার পর আপনি এই সাইটে যাবেন http://www.payoneer.com/emailform.aspx
ফর্মটা এভাবে পূরণ করতে পারেন…
Screenshot_1

আপনার নাম, ই-মেইল সঠিক ভাবে পূরণ করবেন। Program/Partner এর ঘরে Others দিতে পারেন। যদি আপনি কোন Program এর সাথে থাকেন সেক্ষেত্রে নাম উল্লেখ করতে পারেন। Choose a category for your question এর ঘরে Account Applications নির্বাচন করুন। Choose the subject of your question এর ঘরে My application was declined and I’m requesting to have it reconsidered. Your questions or comment এর ঘরে আপনার কথা লিখুন। এরপরে সাবমিট করুন।
এরপর আপনার ই-মেইলে একটা মেইল আসবে। মেইলটা দেখতে কিছুটা এরকম…Screenshot_1

তবে এক্ষেত্রে আমার একটা সাজেশন আছে। সেটা হল approve হবার আগে আপনি ওদের কাস্টমার সার্ভিসে চ্যাট করলে বিষয়টা আরো দ্রুত হবে। চ্যাট করতে এই লিঙ্কে যাবেন http://www.payoneer.com/contactUs.aspx
Untitled4

এখন ওদের Live Help Offline এ আছে। সোমবার থেকে শুক্রবার ওদেরকে পাওয়া যায়। তবে চ্যাট করার সময় Security Ques এর answer প্রদান করতে হবে।
আশা করি Payoneer নিয়ে সকলের বর্তমান অসুবিধা কিছুটা হলেও সমাধান হবে।

Note:  Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে ।
স্ক্যান করে পাঠিয়ে দিবেন ।
কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।


Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ। Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Samiul Azad,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 7 March 2014 and 24 March 2014
আপনি আরো যে যে কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন???
  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।
আপনারা Card পাওয়ার পর ১০০ ডলার লেনদন করেলই পেওনিয়ার আপনাকে সাথে সাথে  ২৫ ডলার বোনাস দিবে। ভেঙ্গে ভেঙ্গে কয়েকবারে  $১০০ লোড দিলেও  $25 বোনাস পাবেন ।কোন লেনদেন না করলে ১৮০ দিনের মধ্যে আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে।

রেফার থেকে নেওয়া পেওনার ডেবিট মাস্টারকার্ড কিভাবে প্রথম ডলার লোড দিবেন ?

রেফার থেকে নেওয়া পেওনার ডেবিট মাস্টারকার্ড এ কার্ড টু কার্ড ডলার ট্র্যান্সফার করতে যারা সমস্যায় তাদের জন্য কিছু টিপস রেফার থেকে নেওয়া পেওনার ডেবিট মাস্টারকার্ড কিভাবে প্রথম ডলার লোড দিবেন ? রেফারে নেওয়া পেওনার ডেবিট মাস্টারকার্ড এ লোড দিলে যেহেতু ২৫ ডলার বোনাস পাওয়া যায় তাই আপনার পেওনার  মাস্টারকার্ড কার্ডে প্রথম প্রাইভেট লোড লক করা আছে । কারন আপনি যেন বন্ধুর সাথে হাত বদল করে শুধু পেওনার থেকে ২৫ ডলার বোনাস হাতিয়ে নিতে না পারেন
Screenshot_1


তাহলে উপায়? উপায় তো অবশ্যই আছে। আপনি Payoneer এর পার্টনারদের কাছ থেকে  বা US Payment Service(like:Paypal) এ কিছু লেনদেন করলেই আপনার Private Lock উঠে যাবে। Payoneer এর পার্টনার দের মধ্যে অন্যতম হল Odesk,Amazon,Elance ইত্যাদি । আপনি চাইলে প্রথমে কার কাছ থেকে paypal dollar কিনেও  আপনার private lock তুলতে পারেন।

                        ******আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন প্লিস******

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism