AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Sunday, July 6, 2014

যে কোন ফোল্ডার লক করুন ফোল্ডার প্রটেক্টর সফটওয়্যার ছাড়াই!! এবার নিজে তৈরি করুন Folder Locker !!

Share it Please
প্রথমেই বলে নেই এই টিপস টা অনেকেই জানেন। আমি নতুনদের উদ্দেশ্যে লিখছি। এই ধরনের টিউন আগে প্রকাশিত হলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।


আমাদের সকল কাজের মূল হল প্রাইভেসী, বিভিন্ন কাজে আমাদের দরকারি ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা লাগে যাতে অন্য কেউ সেটা অ্যাক্সেস করতে না পারে। আমরা এই কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি কিন্তু সবসময় আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার পাই না হয়ত সেগুলোর দাম খুব বেশি কিংবা পাইরেটেড কপি সহজে পাওয়া যায় না। তাই  আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা মাত্র এক ক্লিকেই একটি পাসওয়ার্ড প্রটেক্টেড ফোল্ডার তৈরী করতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই। আপনি চাইলে এই ফোল্ডার টি হাইড ও করতে পারবেন এখন দেখা যাক আপনারা কিভাবে এটি করবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। আপনারা সেই মত কাজ করেন। 

১. Create a new folder, once done go into the folder.
২. এবার এখানে একটি টেক্সট ফাইল তৈরী করে নিচের কোডটুকু কপি করে  পেস্ট করুন।

cls
@ECHO OFF
title Folder Private
if EXIST "HTG Locker" goto UNLOCK
if NOT EXIST Private goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure you want to lock the folder(Y/N)
set/p "cho=(more than)"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Private "HTG Locker"
attrib +h +s "HTG Locker"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to unlock folder
set/p "pass=(more than)"
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL
attrib -h -s "HTG Locker"
ren "HTG Locker" Private
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Private
echo Private created successfully
goto End
:End

৩. এবার  এই কোডের নিচের ছবির মত মার্ক করা অংশে আপনার পাসওয়ার্ড বসান।

 
৪. পাসওয়ার্ড দেবার পরে টেক্সট ফাইলটি .bat এক্সটেনশনে সেইভ করুন। নিচের ছবির মত।
৫. এবার আপনি একটি batch ফাইল পাবেন এবং এতে ডাবল ক্লিক করলে private নামে একটি ফোল্ডার তৈরি হবে। এটাই মূলত আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার যার ভিতর আপনি আপনার ফাইল সুরক্ষিত রাখবেন.
৬. batch ফাইলে আবার ডাবল ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।এবার  y প্রেস করবেন। দেখবেন ফোল্ডারটি হাইড হয়ে গেছে।

৭. ফোল্ডারটি পূনরায় আনলক করতে বা দেখার জন্য batch ফাইলে আবার ডাব্ল ক্লিক করুন। আপনার সেট করা পাসওয়ার্ড দিন এবং এন্টার চাপুন। ব্যাস কাজ শেষ।  আপনার হিডেন ফোল্ডার  আপনার সামনে হাজির।


                     
                   *****সবাইকে আলোর সন্ধানের পক্ষ 
                                          থেকে ধন্যবাদ******  



Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism