AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Monday, June 23, 2014

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস-এর মধ্যে পার্থক্য

Share it Please
যখন আমি ট্রেডার সাথে কথা বলি তখন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে, কিন্তু তাদের সবার সাধারণ প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস –এর মধ্যে পার্থক্য নিয়ে । যেখানে আপনার একাগ্র প্রচেষ্টা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আপনি কোন ধরণের ট্রেডার হবেন এবং আপনার ট্রেডিং স্টাইলটা কি ।
শুরু করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস –এর মধ্যে পার্থক্য জানা খুবুই গুরুত্বপূণ।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস: এটি একটি বিনিয়োগে স্বাভাবিক মূল্য ভবিষ্যদ্বাণী করার একটা পদ্ধতি। এটি একটি সম্পত্তির বাজার মূল্য এর প্রকৃত মূল্য 'বা' স্বাভাবিক মান ' কোন দিকে অগ্রসর হবে সে তত্ত্বের উপর ভিত্তি করে। এতে আর্থিক বিবৃতি, অর্থনীতি, স্বাস্থ্য, ব্যবস্থাপনা, সুদের হার, উৎপাদন, উপার্জন, প্রতিযোগিতামূলক সুবিধা, প্রতিযোগীদের এবং অনেক অন্যান্য গুণগত ও পরিমাণগত কারণ বিবেচনা করা হয়।
টেকনিকাল অ্যানালাইসিস: বর্তমান চার্টের উপর ভিত্তি করে বাজারের তথ্য-উপাত্ত গবেষণার মাধ্যমে ভবিষ্যত বাজারের প্রবণতা এবং দামের উঠা-নামার পূর্বাভাস দেয়া হয়। টেকনিকাল ট্রেডাররা তাদের ট্রেডিং তথ্যগুলো গাণিতিক ইন্ডিকেটেরের সাথে ব্যবহার করে তাদের ট্রেডিং-এর সিদ্ধান্ত নিয়ে থাকে।
difference between fundamental and technical analysis
চট্টগ্রামের ফরেক্স ট্রেডাররা এবং যাদের এই বিষয়ে আগ্রহ আছে তারা এই গ্রুপে জয়েন করতে পারেন:
Forex Group

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism