AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Thursday, June 26, 2014

আর চিন্তা নেই ছবিকে ১০০% সুন্দর করে নিতে, নিয়ে নিন PhotoInstrument এর পোর্টেবল ভার্সন

Share it Please

এই সফটটিকে কখনও মনের মত পাচ্ছিলাম না, কারন সিরিয়াল কি কাজ করে না আবার ক্র্যাক,প্যাচ ঠিক নেই। তাই মনে বাসনা থাকা সত্বেও আপনাদের মাঝে শেয়ার করতে পারছিলাম না। আজ মনের মত পেয়ে গেলাম একেবারে পোর্টেবল ভার্সন। এখন “নো চিন্তা ডু ফুর্তি” ভাই বক বক বন্ধ করে আসল কথা বলুন আপনারা তাই বলবেন আমি বুঝেছি, তাই দেরী না করে সফটটির নাম বলছি PhotoInstrument হা বন্ধুরা এই সফট দিয়ে আপনি যে কোন ছবিকে সুন্দর ভাবে এডিট করে ১০০% মোহনীয় করে তুলতে পারেন। মুখ মন্ডলের ব্রনের দাগ, কোন অবজেক্টকে সরিয়ে দেয়া ও কোন জায়গায় মাংশকে ভরাট বা ঠোঁট মোটা, পাতলা এবং চোখের সুন্দরতা নিয়ে আসা, এইসব কিছু সম্ভব এই PhotoInstrument দিয়ে। বন্ধুরা তাহলে দেরী না করে ঝট পট এখান থেকে ডাউনলোড করে নিন PhotoInstrument কে। মাত্র ৮.২ মেগাবাইট।  ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করুন এবং এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এরপর PhotoInstrument ফাইলে ডাবল ক্লিক দিন তাহলে ওপেন হবে PhotoInstrument নিচের চিত্রের মত————

p-502x350

 লাল রঙে চিহ্নিত অংশে আপনি ৮ টি ভিডিও টিউটেরিয়াল দেখে নিতে পারেন স্টার্ট এ ক্লিক দিয়ে, যা ছবিকে এডিট করতে সহায়তা করবে। আপনি ভিডিও টি দেখে নিলেই এই সফটের মাহাত্ম বুঝে নিতে সময় লাগবেনা। আর একটি অপশন থেকে এই ভিডিও টিউটেরিয়াল টি দেখার সুযোগ আছে, উপরের মেনু বারে Help এ ক্লিক করুন এবং Help Video তে সিলেক্ট করলেই তা পেয়ে যাবেন। 

এবার দেখে নিন PhotoInstrument এর ফিচার————–

• Add text to an image.new
• Overlay two and more images.
• Drag and drop to open photos in this photo editor.
• Copy/Paste image from Clipboard.
• Batch Resizing (resize multiple images)
• PSD file (PhotoShop Format) support in Editing.
• Multi Language support.
• Save to computer as .jpg, .png, .bmp and other file formats.
• And many more features…

এবার দেখে নিন কি কি টুলস এখানে ব্যবহার করতে পারবেন————-

• Liquify
• Clone
• Smudge
• Skin Cleaner
• Glamour Skin
• Dodge / Burn
• Brush
• Blur
• Sharpen
• Colorize
• Scale
• Rotate
• Red Eye Removal
• Brightness-Contrast
• Adjust Color Levels
• Glow
• Healing Brush
• Denoise
• Object Removal
• Crop
• Layers
• Text
এবার দেখে নিন এই সফট দিয়ে কাজ করার আগের ও পরের ছবি।

Photoinstrument-5.8-Build-584-e-232x350

তাহলে বন্ধুরা মনের আনন্দে উপভোগ করুন এই Photo Instrument কে। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনায়।

                ******আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন প্লিস******

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

 

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism