AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light

Feature Top (Full Width)

Thursday, June 26, 2014

আপনিও হতে পারেন একজন সফল ফরেক্স ট্রেডার

Share it Please
আসসালামু আলাইকুম। ফরেক্স নিয়ে অনেকেই লিখেছেন এবং চেইন টিউন হচ্ছে । তাই আমি ফরেক্স নিয়ে বিস্তারিত না লিখে আমার সামান্য জ্ঞানে নতুনদের জন্য কিছু কথা পেশ করলাম ।
অনেকই জানেন ফরেক্স কি । কিভাবে ফরেক্স বিজনেস করা যায় । তবুও জেনে নেই। ফরেক্স হল বৈদেশিক মুদ্রা বিনিময় । এই বিনিময় সময় উভয় মুদ্রার বিনিময় হারের কিছু পার্থক্য থাকে । আসসালামু আলাইকুম। ফরেক্স নিয়ে অনেকেই লিখেছেন এবং চেইন টিউন হচ্ছে । তাই আমি ফরেক্স নিয়ে বিস্তারিত না লিখে আমার সামান্য জ্ঞানে নতুনদের জন্য কিছু কথা পেশ করলাম ।
অনেকই জানেন ফরেক্স কি । কিভাবে ফরেক্স বিজনেস করা যায় । তবুও জেনে নেই। ফরেক্স হল বৈদেশিক মুদ্রা বিনিময় । এই বিনিময় সময় উভয় মুদ্রার বিনিময় হারের কিছু পার্থক্য থাকে । সময়ের সাথে বিনিময় হারও ওঠা নামা করে । যেমন বলা যেতে পারে ৭৯ টাকা = ১ $ (ইউ এস ডি ) হার দেখে আপনি ১ ডলার কিনলেন । পরে দেখলেন যে বিনিময় হার ৭৯.৭৫ =১ $ (ইউ এস ডি )। তো কত দাম বাড়ল । ৭৯.৭৫ – ৭৯.০০=০.৭৫ টাকা । বলা হয়ে থাকে বৈদেশিক মুদ্রা বিনিময় সর্বদাই পরিবর্তনশীল । এই পরিবর্তন আসে সেই দেশের মুদ্রার মালিক বা সেই দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থার উপর । এছাড়াও আরও অনেক কারন জড়িত।
আগের দিনে ব্যাংক ও বড়বড় আর্থিক প্রতিষ্ঠান ফরেক্স করত । ব্যক্তিগতদের সেখানে অংশগ্রহণ
সুযোগ ছিল না । নব্বই দশকের গোড়ায় USA আইন করে BROKER  সিস্টেম মাধ্যমে ফরেক্স সাধারণ পর্যায় উন্মুক্ত করে দেয়। এই BROKER ইন্টারনেট প্রসার সুযোগের কারনে ফরেক্স সাধারণ
DOOR TO DOOR   পৌঁ ছায়। ফরেক্স ট্রেডাররা BROKER মাধ্যমে ফরেক্স ব্যবসা পরিচালনা করে থাকে।
তো BROKER  কোন দেশের লাইসেন্স প্রাপ্ত তা সহজেই জানা যায়। যেমন USA এর CFTC/NFA , UK এর FSA, AUTRALIA এর ASIC….
আপনি কিভাবে ফরেক্স ট্রেড করবেন বা BROKER এর লাভ কি ? আপনি যখনই কোনো দেশের মুদ্রা কেনা-বেচা করবেন তখন BROKER আপনাকে একটা প্রাইস  QUOTE অফার দিবে । এভাবে দেখুন
১.৫৩৭৪৮          /              ১.৫৩৭৫৮
সেল         /              বাই 
দেখছেন যে দামের পার্থক্য আছে (ডানের শেষের দিক থেকে ২ ঘর বামে হিসাব করুন। এই পার্থক্যকে বলা হয় SPREAD. এটা BROKER এর লাভ। ধরুন আপনি ফরেক্স শিখে জেনেছেন যে পাউন্ড এর দাম বাড়ার সম্ভাবনা আছে।(জেনেছেন মুদ্রা বিনিময় হয়, তারমানে এক মুদ্রা দিয়ে আরেক মুদ্রা কেনা হয়, ফলে মুদ্রা কেনা -বেচা হয় জোড় / PAIR হিসাবে)। তো আপনার মুদ্রা PAIR হল GBP/USD। আপনি পাউন্ড কিনলেন ১.৫৩৭৪৮ রেটে। ধরুন ঘন্টা খানেক পর দাম ১.৫৪৩৫৮  দেখতে পেলেন। কত দাম বাড়ল হিসাব করি। ১.৫৪৩৫৮ – ১.৫৩৭৪৮ = ৬১ পয়েন্টস। দামের ৪ বা ৫ ঘর ডিজিট হল ফরেক্সের ভাষায় পিপস বা পিপেটিস (যে সব ব্রকার ৫ম ঘর সহ দামের হার হিসাব করে তা পিপেটিস ব্রকার)। যাই হোক আপনি পেয়েছেন ৬১ পয়েন্টস। আপনি সিদ্ঘান্ত নিলেন ট্রেড বন্ধ করবেন। এটাকে বলা হয় TAKE PROFIT নেয়া। আপনি দেখবেন যে ব্রকার আপনাকে আপনার লাভ  ৬১ পয়েন্টস দেখাচ্ছে না। মনে আছে ব্রকার SPREAD কথা। উপরের চিএতে ব্রকার লাভ হল ১ পয়েন্ট / পিপ (ডান দিক থেকে বাম  দিকের  ২ ঘর দেখুন ৪৮/৫৮) যা ব্রকার কেটে নিবে আপনার লাভ/লস যাই হোক না কেন। আপনি বাই – সেল যাই করেন না কেন আপনার লাভ/লস যাই হোক না কেন প্রতি ট্রেডে ব্রকার SPREAD কেটে নিবে আপনার আকাউন্ট ব্যলান্স থেকে। তাই ব্রকার আপনাকে দেখাবে ৬১-১ = ৬০ পয়েন্টস / পিপস । ধরুন আপনি ৫০০$ নিয়ে ব্যবসা করেছেন। আপনি যে ট্রেড করেছেন তার জন্য ঝুকি নেবেন মাএ ২%। ৫০০$ *২% =১০$ ঝুকি নেবেন। এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। আপনি জানেন যে ফরেক্স মাকের্ট প্রাইজ নেমে যেতে পারে। আপনার ট্রেড অভিজ্ঞতায় বুঝেছেন দাম আরও ৩০ পয়েন্টস / পিপস নেমে যেতে পারে। প্রাইস নেমে গেলে আপনার লস হবে যেহেতু আপনি বাই ট্রেড করেছেন । এটাকে বলা হয় STOP LOSS. তাহলে প্রাইজ যদি ৩০  পয়েন্টস / পিপস নেমে যায় ১.৫৩৭৪৮-৩০=১.৫৩৪৪৮ তে আপনি ১০$ লস করতে রাজি আছেন। এখন আপনার ট্রেড লট/ভলিয়্যম হল ১০$/৩০ পয়েন্টস / পিপস= ০.৩। আপনার ট্রেড টি BUY ছিল(পাউন্ড এর দাম বাড়ার সম্ভাবনা আছে – পূর্বেই বলা হয়েছে)। যদি আপনার ট্রেডটি ৩০ পয়েন্টস / পিপস নেমে যেত আপনি ১০$ + ব্রকার SPREAD ০.৩ সেন্ট = $১০.৩০ লস দিতেন এবং ট্রেডটি AUTOMATIC বন্ধ হয়ে যেত ।ব্রকার  SPREAD আপনার ট্রেডিং  লট/ভলিয়্যম অনুসারে নেয়া হয় । যাই হোক, আপনার লাভ হল  ৬০  পয়েন্টস / পিপস * ০.৩ ট্রেড লট/ভলিয়্যম = ১৮$। বুঝতে পারলেন যে, আপনি ১০$ (৩০ পিপস) ঝুকি নিয়ে ১৮$ (৬০ পিপস) লাভ করেছেন। এটাকে বলা হয় RISK REWARD। আপনার RISK REWARD RATIO – ৩০ পয়েন্টস বা পিপস / ৬০ পয়েন্টস  বা পিপস = ১ / ২ বা সহজ ভাষায় এক গুন ঝুকি নিয়ে ২ গুন লাভ। আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে ট্রেড করেন কারন আপনি মাএ ২% ঝুকি নেন। তাহলে লাভের ফলে আকাঊন্ট ব্যালান্স দাঁড়ালো ৫০০$+১৮$ = ৫১৮$। এ ঊদাহরণে LIVERAGE, MARGIN, LOT হিসাব কিভাবে তা বর্ণনা হয় নাই । আমি খুব সংক্ষেপে ফরেক্স ট্রেড বর্ণনা করলাম ।
ব্রকার থেকে আপনার টাকা আপনি বাংলাদেশের  কোন বাংকে পাঠাতে পারেন WIRE TRANSFER এর মাধ্যমে বা ব্রকার থেকে অনলাইন পেমেন্ট মেথডে (PAYZA,SKRILL,NETTLER,PAYPAL,…আরও) উত্তোলন করে সেখান থেকে $ বাংলাদেশের  কোন বাংকে পাঠাতে পারেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ATM BOOTH থেকে $ ক্যাশ করতে পারবেন।
এবার আসুন কতগুলো কমন জিজ্ঞাসা জেনে নেই।
*আমি কি একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারব?
> হ্যাঁ পারবেন। এজন্য আপনাকে প্রচুর ধৈয্য, ক্রমাগত শেখার মানুষিকতা, ঝুকি নেবার সামর্থ্য অর্জন করতে হবে।
*ফরেক্সের ক্ষতিকারক দিক কি?
> ফরেক্স ঝুঁকিপূর্ণ ব্যবসা। তবে আপনি ঝুকি মিনিমাইজ করতে পারবেন অল্প অল্প করে ঝুকি নিয়ে।
*কি করলে ফরেক্স ট্রেডিং এ সাফল্য পাব?
> প্রমানিত ট্রেডিং প্ল্যান, মানি ম্যানেজমেন্ট নিয়ম অনুসরন, লোভ সংবরণ, অতিরিক্ত ট্রেড না করা।
*কোথায় ফরেক্স শিখব?
> ইন্টারনেট হল আসল শেখার স্থান। খোঁজ করুন নেটে RESOURCE এর অভাব নেই।
BABYPIPS.COM এ যেতে পারেন।
*কত দিন লাগবে ফরেক্স শিখতে , কত সময় লাগবে ভাল ট্রেডার হতে?
>এটা আপনার শেখার প্রক্রিয়ার উপর নির্ভর করে। BASIC তো ২ মাস লাগার  কথা। আর ব্যক্তিভেদে ১-৩ বছর লাগবে ভাল ট্রেডার হতে এটা আমার অভিমত।
*দীর্ঘ সময় কি আমি লস দিয়ে ফরেক্স শিখব?
> না। আপনি ডেমো (আসল টাকা নয়) একাউন্ট করে ফরেক্স ট্রেড অনুশীলন করতে পারবেন যতদিন না আপনি সফল  হন। শুধু দরকার ধৈর্য্য আর লেগে থাকা। ডেমো ট্রেড আপনাকে পরবর্তীতে সফল ট্রেডার হতে সাহায্য করবে।
*ফরেক্স ট্রেডিং এর সুবিধা কি?
> এখানে কোন মধ্যাস্তকারী দরকার নেই, এটা শিখে আপনি ব্রকারের মাধ্যমে ট্রেড পরিচালনা করবেন । মাকের্ট ২৪ ঘন্টা খোলা থাকে শুধু শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩ টা থেকে রবিবার রাত ৩ টা পযর্ন্ত বন্ধ থাকে। অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়। যখন দরকার তখন লাভ/টাকা উত্তোলন করা যায়।
*ফরেক্স মাকের্ট কি মানিপুলেট করা সম্ভব?
> না। এই মাকের্ট পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক মাকের্ট। প্রতিদিন শুধু নিউ ইয়র্ক স্টক মাকের্টে প্রায় ৩ ট্রিলিয়ন $ লেন-দেন হয় আর ফরেক্স মাকের্ট তার থেকেও ২৫ গুন বড়। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রানালয় কড়া নজর রাখছে মার্কেটে তাদের মুদ্রার উপর।
*শুধু ট্রেডিং ছাড়া প্রফেশনাল ট্রেডারদের আর কোন সুযোগ আছে কি?
> হ্যাঁ। প্রফেশনালরা ব্রকারের সাথে, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান,এমনকি ব্যাংকের সাথে কাজ করতে পারে। এটা অনেকের কাছেই ঈর্ষনীয় ব্যাপার। বেতনও আকাশ চুম্বী। এই কাজ আপনি ঘরে বসেই পারবেন ইন্টারনেটের মাধ্যমে।
*ফরেক্স শেখার সময় সমস্যা হলে কোথায় সাহায্য পাওয়া যায়?
> আপনি বিভিন্ন ফরামে লিখতে পারেন তারা সাহায্য করে থাকে। FOREX FACTORY তে যেতে পারেন । এছাড়াও দেখুন পরিচিত সার্কেলে কোন ভাল ট্রেডার পান কি না, তিনি আপনাকে বুঝাতে সাহায্য করতে পারেন।
*ফরেক্সের অভিজ্ঞ ট্রেডাররা তাদের নিজস্ব ট্রেডিং কৌশল ও ট্রেড সংক্রান্ত গভীর বিষয়গুলো অন্যদের খুব কমই শেয়ার করে থাকেন, এটা কি ঠিক?
> হ্যাঁ অনেকাংশে কথাটা ঠিক। যারা অভিজ্ঞ ট্রেডার তারা প্রচুর পরিশ্রম, পড়াশুনা, সময়, অর্থ ব্যয় করেই ভাল ট্রেডার হয়েছেন। ফলে এই অর্জন কাঊকে কয়েকটি কথা / টাকার বিনিময়ে দিয়ে দিতে পারেন না। তবে ব্যতিক্রম অবশ্যই আছে। মনে রাখুন ভাল ট্রেডাররা কারও মুক্ষাপেখী নয়।
যারা ফরেক্সে আসতে চান তারা যেন জেনে বুঝেই আসেন। এটা FREELANCING নয় এটা ব্যবসা। আর ব্যবসায় লাভ-লস থাকবেই জানেন তো কোন কিছু করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন আছে বৈ কি! যারা ফরেক্স শিখে রাতারাতি ধনী হবার স্বপ্ন দেখেন তারা ফরেক্স থেকে দূরে থাকুন।
আমি আপনাদের কাছে ফরেক্স নিয়ে লিখনীর মাধ্যমে সাহায্য করার চেষ্ঠা করব ইনশাআল্লাহ।
ফরেক্স নিয়ে আমি ৫ টি বই প্রকাশ করতে যাচ্ছি, আশা করি নতুনরা উপকৃত হবেন। আমি ফ্রি শেয়ার করে দেব। আর স্মরণ করে দিতে চাই ইন্টারনেটে RESOURCE এর অভাব নেই।
১।Forex – the beginning book of currency trading  ঃ ব্যসিক ফরেক্স বর্ননা  এ টু জেড।
২। Some proven Forex strategy  খোঁজেন তাদের জন্য তথ্য-উপাত্তসহ বর্ননা।
৩। MQL- যারা ইন্ডিকেটর, ইএ, স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য MQL সহজ ভাবে শেখা উপস্থাপন।
৪। Ideal mindset of a success trader- মানুষের সাইকোলজি তথ্য-উপাত্তসহ বর্ননা।
৫।Forex mastering with tools-যারা শুধুমাএ টুলস ব্যবহার করে চার্ট এনালাইসিস করেন তাদের কাছে এগুলোর কৌশল বর্ননা।
ফরেক্স ব্যবসা গাড়ি চালনার সাথে তুলনা দেয়া যেতে পারে। কেউ ভাল গাড়ি চালনা না করতে পারলে এক্সিডেন্ট সম্ভাবনা বেশী থাকে। শুধু ফরেক্স শিখে THEORY দিয়ে এই ব্যবসায় ভাল করতে পারবেন না । এটা PRACTICAL নির্ভর বিষয়। প্রচুর ডেমো অনুশীলনী না করে REAL ট্রেড করবেন না।

                       ******আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন প্লিস******

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

1 comments:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism